বিশেষ প্রতিনিধি: পাটকেলঘাটা থানার কুমিরা ইউপির কপতাক্ষ নদে বস্ত্রহীন নাম-পরিচয় না জানা অজ্ঞাত ব্যক্তির ভাসোমান লাশ জোয়ারের পানিতে ভাসতে থকলে, কুমিরা বারুই পাড়ার স্থানীয় লোকজন ১৪ই এপ্রিল বৃহস্পতিবার সকাল ৯টার দিকে লাশটি দেখতে পেয়ে থানা পুলিশে দিলেয়। তালা পাটকেলঘাটা সহকারী পুলিশ সুপার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবলুর রহমান খান ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ বিষয়ে সহকারী পুলিশ সুপার সাজ্জাদুর রহমান এর কাছে জানতে চাইলে তিনি বলেন, কপোতাক্ষ নদীতে ভেসে আসা অজ্ঞাত ব্যক্তিটি বিকৃত অবস্থায় থাকায় আমরা ধারণা করছি নদের পানিতে ২থেকে ৩দিন লাশটি পড়ে আছে, সনাতন ধর্মের হতে পারে, তার বয়স আনুমানিক ৪৫ বছর।
এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান জানান স্থানীয় মেম্বার মহাদেববাবু আমাকে ফোন দিলে আমি থানায় ফোন দিতে বলি এরপর থানা পুলিশ ও আমি একসাথে ঘটনাস্থলে পৌঁছায় লাশটি উদ্ধার করে পুলিশ থানায় নিয়ে গেছে। এ বিষয়ে পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবলুর রহমান খান জানান লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।