বিশেষ প্রতিনিধি: সাতক্ষীরা খুলনা মহাসড়কে ১৮ই এপ্রিল ভোর ৫টার দিকে খুলনাগামী মিনি পিকাপ যাএী উঠানোর জন্য ব্রেক চেঁপে দাড় করাতে চায়।
এ সময় সাতক্ষীরা অভিমুখে আসা ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পিকাপটিকে ধাক্কা দেয় উভয় ট্রাক পিকাবে থাকা ৪ জন গুরুতর আহত হয়।
পাটকেলঘাটা কুমিরা বাস বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায় সাতক্ষীরা সদর থানার আগড়দাড়ি গ্রামের কমরউদ্দীন এর ছেলে লাল্টু আহত হয়েছেন।
গুদাঘাটা গ্রামের ইয়াছিন আলির পুত্র আওছানুল্লা (৩৫) কে আশংকা জনক অবস্তায় সাতক্ষীরা মেডিকেলে ভত্তি করা হলে চিকিৎসারত অবস্হায় তিনি মারাযান। অপর দুই ব্যাক্তির পরিচয় জানা যায়নি।
চুকনগর হাইওয়ে থানার ইনচাজ মেহেদী হাসান জানান। গাড়ী থানায় আটক আছে মামলা প্রক্রিয়াধীন চলছে।