বিশেষ প্রতিনিধি: সাতক্ষীরা খুলনা মহাসড়কে বিগত কয়েক মাস ধরে প্রায়ই ঘটছিল বাস মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষ ইজিবাইক বাস সংঘর্ষ ট্রাক-মাহিন্দ্র সংঘর্ষ অনুসন্ধান বলছে পাটকেলঘাটা ওভারব্রিজের উপরে মাহিন্দ্রা ইজিবাইক ভোর থেকে রাত ৯টা পর্যন্ত সীমাহীন যানজট সৃষ্টি করে এতে প্রায়ই দুর্ঘটনায় কবলিত হচ্ছে সাধারণ পথচারীরা
অবশেষে টনক নড়েছে কতৃপক্ষের, খুলনা -সাতক্ষীরা মহাসড়কের ৩০ মাইল থেকে মৃর্জাপুর পর্যন্ত প্রতিদিন কোন না কোন সড়ক দুর্ঘটনা ঘটেই চলেছে ,সড়ক বিভাগ সাতক্ষীরা বৃহস্পতিবার ২১এপ্রিল দুপুর ১টার দিকে বলফিল্ড মোড়সংলগ্ন একটি সচেতনতা মুলক সাইনবোর্ড স্থাপন করেছে সচেতন এ দুর্ঘটনা রোধ অসচেতন এ জীবন বধ।
কিন্তু সড়কের দুই পাশে অবৈধ ভাবে ইট বালু কাঠ রেখে ব্যাবসা করছে একশ্রেণীর অসাধু ব্যবসায়ী,এটা যদি বন্ধ করা না হয়,তাহলে প্রতিনিয়ত দূর্ঘটনা ঘটতে থাকবে বলে মনে করেন সাধারণ পথচারীরা।
সচেতন মহলের দাবি কতৃপক্ষের কাছে জোর দাবি মানুষের জীবন বাঁচাতে সড়ক দুর্ঘটনা রোধে রাস্তার পাশের এই ইট বালু দ্রুত সরাতে ব্যাবস্থা গ্রহন করবেন।