বিশেষ প্রতিনিধি: পাটকেলঘাটার খলিষখালী ইউনিয়নে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে ৪জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলান্দকাটি গ্রামে শুক্রবার ২২শে এপ্রিল সকাল আনুমানিক ৯টার দিকে এ ঘটনাটি ঘটে।
এঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ তিন জনকে আটক করেছে।
স্থানীয় জনগণ জানাই, খলিষখালী মৌজার মঙ্গলানন্দকাটি বিলে তিন একর জমি নিয়ে গোবিন্দ লাল ঘোষ এবং মঙ্গলানন্দকাটি গ্রামের, কালাম দফাদার বারিক দফাদার, কাদের দফাদার গং এর সাথে দীর্ঘদিনের বিরোধ চলে আসছিল এ ঘটনায় বহুবার সংঘর্ষ সহ মামলা হামলার ঘটনা ঘটেছে।
শুক্রবার সকালে জমিতে গোবিন্দ ঘোষের বর্গাচাষী আক্তার শেখ, মিজানুর সরদার, সিরাজুল দফাদার, আবু সাইদ ও হাসানুর দফাদার জমিতে চাষকৃত ধান কাটতে গেলে।
একই এলাকার কালাম দফাদার, বারিক দফাদার ও কাদের দফাদার গং মিলে হামলা চালালে ঘটনাস্থলে গুরুতর ৪ জন আহত হয়।
সিরাজুল দফাদার(৫৪), স্ত্রী রেহেনা বেগম (৪৫) ছেলে হাসানুর দফাদার (২৪)আহত হয় এবং কালাম দফাদার(৪২) পরবর্তীতে এলাকাবাসী ঘটনাটি পুলিশকে জানালে ঘটনাস্থল থেকে আহতের উদ্ধার করে চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসাপাতালে পাঠিয়েছে।
পাটকেলঘাটা থানার ইনচার্জ কাঞ্চন কুমার রায় ঘটনাটি শোনামাত্র পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এঘটনায় প্রাথমিক জিজ্ঞাবাদের জন্য মিজানুর সরদার(৫০), সাজ্জাত দফাদার(৫৫) ও বারিক দফাদারকে(৪২)কে আটক করা হয়েছে।
তবে এ বিষয়ে কেউ লিখিত আভিযোগ করেনি বলে জানান তিনি।