বিশেষ প্রতিনিধি: পাটকেলঘাটার খলিষখালীতে আলোচিত মাদক সম্রাট গৌতম সরকার ওরফে বোধন(৪২) কে ১ আটক করেছে পুলিশ। গৌতম সরকার খলিষখালী গ্রামের মৃত কালিপদ সরকারের ছেলে। রবিবার রাতে তাকে খলিষখালীর পোদ্দার পাড়া এলাকা থেকে তাকে স্থানীয় ক্যাম্প ইনচার্জ (এস. আই)নুর হোসেন খান আটক করেন। এসময় তার কাছ থেকে ১০০গ্রাম গাঁজা উদ্ধার করা হয় বলে জানান তিনি। স্থানীয়রা জানায়, গৌতম সরকার (বোধন) দীর্ঘদিন যাবৎ পুলিশের চোখ ফাঁকি দিয়ে মাদকদ্রব্য বিক্রয় করে আসছিল। এছাড়া এলাকার উঠতি বয়সী যুবকদের মাদক সেবনের প্রবনতা দিন দিস বেড়ে চলেছে বলে তারা অভিযোগ করেন। মদক সেবন ও সহ বিক্রি রোধে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন তারা।
পাটকেলঘাটা থানার ওসি কাঞ্চন কুমার রায় আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত ব্যাক্তির বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। সোমবার সকালে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।