বিশেষ প্রতিনিধি: অসহায় দরিদ্র কৃষকের ধান কেটে দিল তালা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা কর্মীরা। বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ তালা উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক গৌতম কর্মকার এর নেতৃত্বে আজ বিকাল ৪ ঘটিকায় শাঁকদহ বিলে নিত্যানন্দ দাস ও রনজিতের ১০ কাটা জমির ধান কেটে দেয় স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ। এ সময় তালা উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন আহবায়ক গৌতম কর্মকার বলেন, আমরা তালা উপজেলা স্বেচ্ছাসেবক লীগ পরিবার যে সকল কৃষকেরা ধান কাটতে পারছে না আমরা সেসকল কৃষকের ধান কেটে দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি। আমরা অতীতেও এমন ভাবে কৃষকদের পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকব।
উক্ত ধান কাটায় উপস্থিত ছিল আরিয়ান ইসলাম মুরাদ, ফারহান, মুন্না, সাগর প্রমুখ।