বিশেষ প্রতিনিধি: পৃথিবীতে মায়ের কোলের মত নিরাপদ জায়গা আর নেই পাটকেলঘাটা সাতক্ষীরা খুলনা মহাসড়কের শাকদা ব্রিজ সংলগ্ন ঈদুল ফিতরের দিন মঙ্গলবার বেলা ১২টার দিকে ব্যাটারি চালিত মোটর ভ্যান যোগে আত্মীয়র বাড়ি যাওয়ার সময় মায়ের কোল থেকে পিচের রাস্তার উপর ছিটকে পড়ে অসহায় বাবা মা দাদা দাদি ফুফুর সামনে ছটফট করতে থাকে একমাত্র বুকের ধন শিশুপুত্র মুশফিকুজ্জামান।
পরিবার সূত্রে জানা যায়।পাটকেলঘাটা থানার লালচন্দ্রপুর গ্রামের শেখ আব্দুল খালেকের ছেলে আবু সাঈদও তার স্ত্রী শিরিনা খাতুন ও ছয় মাসের শিশুপুত্র মুশফিকুজ্জামানের দাদী আয়েশা বেগম ফুফু জিমীয়া সহ পরিবারের ৬ জন সদস্য ব্যাটারি চালিত ভ্যানে পাটকেলঘাটা থানার পার্শ্ববর্তী গ্রাম নগরঘাটা আত্মীয়র বাড়ি যাচ্ছিলেন।
প্রতিমধ্য। শাকদা ব্রিজ নামক স্থানে কাছাকাছি পৌঁছালে মায়ের অসাবধানতা বসত কিছু বুঝে ওঠার আগে ব্যাটারি চালিত মোটর ভ্যানের চাকায় বোরখা পেঁচিয়ে গেলে মা ও শিশুপুত্র মুশফিকুজ্জামান ছিটকে পিচের রাস্তার উপরে পড়ে যায় তাৎক্ষণিক সাথে থাকা পরিবারের সদস্যরা শিশুটিকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
এ সময় সাথে থাকা মায়ের আহাজারি এবং পরিবারের লোকজনের বিদারী কান্নায় এলাকার বাতাস ভারী হয়ে ওঠে। এখবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
বিকালে আসর নামাজের পরপরই শিশুটিকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।