বিশেষ প্রতিনিধি: পাটকেলঘাটায় মুসলমানদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ঈদ-উল-ফিতর কে কেন্দ্র করে তিন দিনব্যাপী পালিত হয়ে গেল বিভিন্ন খেলাধুলা ও সঙ্গীতা অনুষ্ঠান। পাটকেলঘাটা থানা আমতলা ডাঙ্গা যুব সংঘের আয়োজনে তিনদিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্রিড়া প্রতিযোগিতা, গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা, দড়া টানা প্রতিযোগিতা, অনুষ্ঠিত হয়। আশপাশের গ্রাম থেকে ঐতিহ্যবাহী খেলা গুলো দেখার জন্য হাজার হাজার মানুষের ঢল নামে।
আমতলা ডাঙ্গা যুব সংঘের আয়োজনে তিন দিনব্যাপী ও অচিমতলা ভারসা গ্রামে জিসান উদ্যানে তিন দিনব্যাপী বালিশ খেলা, কলস ভাঙ্গা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বৃহস্পতিবার শেষ হয়েছে।
আমতলা ডাঙ্গা যুবসংঘ ক্লাবের সভাপতি মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে সন্ধ্যায় পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন সাংবাদিক মফিদুল, মুজিবর রহমান সহ সংগঠনের সকল সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন। এসময় গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী খেলা গুলো দেখার জন্য আশপাশের গ্রাম থেকে হাজারো মানুষের ভিড় জমে