বিশেষ প্রতিনিধি: পাটকেলঘাটায় স্বামী স্ত্রীকে এসিড নিক্ষেপ করে আগ্নিদগ্ধ ঘটনায় প্রধান আসামি মালয়েশিয়া প্রবাসী কলারোয়া থানার তুলসী ডাঙ্গা গ্রামের সাদ্দাম ঢাকা জাতীয় শেখ হাসিনা বার্ন ইউনিটে পাটকেলঘাটা থানা পুলিশের তদারকিতে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
এ ঘটনায় আর একজন আসামীকে শুক্রবার রাতে পুলিশ অভিযান চালিয়ে বড় কাশিপুর গ্রাম থেকে শেখ আব্দুল আলালের ছেলে শেখ তুহিন হোসেন (২৪) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
মামলার তদন্তকারী কর্মকর্তা (এসআই) কৃষ্ণ পদ সমাদ্দার জানান, এঘটনায় ভিক্টিমের পিতা আব্দুল হক বাদী হয়ে ৬ জনসহ অজ্ঞাত নামা ৩ জনকে আসামী করে থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা নং ২। ইতিমধ্যে মামলার দুই নাম্বার আসামী তুহিন হোসেনকে আটক করে শনিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামীদের আটকের চেষ্টা চলছে। পাটকেলঘাটা থানার ওসি কাঞ্চন কুমার রায় আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।