ভ্রাম্যমাণ প্রতিনিধি: জন্ম থেকে এতিম অবহেলিত তালা উপজেলার খেশরা ইউনিয়নের খেশরা পুলিশ ক্যাম্প রাস্তাটি অবশেষে ইটের মুখ দেখল। (১০ নং) খেশরা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান শেখ কামরুল ইসলাম লাল্টুর প্রচেষ্টায় ইউনিয়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই রাস্তাটি এতিম খেতাব মুক্ত হলো। তালা উপজেলার খেশরা ইউনিয়নের বালিয়া বিলে এবং শালিখা খেশরা পাকা রাস্তা হতে বালিয়া খেয়াঘাট সংযোগ রাস্তার ধারে অবস্থিত খেশরা পুলিশ ক্যাম্প। খেশরা ইউনিয়ন-সহ একটি বিশাল এলাকা জুড়ে আইন-শৃঙ্খলা রক্ষা সহ বিভিন্ন অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন খেশরা পুলিশ ক্যাম্পের সদস্যরা। শুষ্ক মৌসুমে দায়িত্ব পালনে কোন প্রকার প্রতিবন্ধকতা সৃষ্টি না হলেও চরম ভোগান্তি শুরু হয় বর্ষা মৌসুমে। রাস্তাটি মাটির তৈরি হওয়ায় একটু বৃষ্টি হলেই প্রায় হাটু পর্যন্ত কাদার সৃষ্টি হয়। একটু বৃষ্টি কাদা হলেই আইন-শৃঙ্খলা রক্ষার কাজে ক্যাম্পের সদস্যদের বালিয়া বাজার ঘুরে বিভিন্ন এলাকায় যেতে হয়। অবহেলিত এই মাটির রাস্তাটির জন্য শুধু ক্যাম্পের সদস্যরা ভোগান্তি পোহান এমনটি নয়, এলাকার সাধারণ জনগণ কাঁচা রাস্তাটির জন্য বর্ষা মৌসুমে চরম ভোগান্তির শিকার হন। জন্ম থেকে অবহেলিত এই রাস্তাটি ইটের সোলিং রাস্তায় রূপান্তরিত হওয়ায় খেশরা পুলিশ ক্যাম্পের সদস্যরা সহ এলাকাবাসী সীমাহীন দুর্ভোগ থেকে মুক্তি পেতে চলেছে। এ বিষয়ে জানতে চাইলে (১০ নং) খেশরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ কামরুল ইসলাম লাল্টু বলেন, ক্যাম্পের এই রাস্তাটি ইউনিয়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাস্তা হওয়ার পরেও রাস্তাটি সবচেয়ে অবহেলিত হয়ে পড়েছিল, সকলের সীমাহীন দুর্ভোগের কথা চিন্তা করে মাটির রাস্তাটি ইটের সোলিং রাস্তা করে দেয়া হয়েছে।