বিশেষ প্রতিনিধি: তালার পাটকেলঘাটায় কপোতাক্ষ নদের পাড়ে স্বামীসহ তামান্না খাতুন নামে এক স্ত্রীর গায়ে পেট্রল দিয়ে আগুনে জ্বালিয়ে দেয় সাবেক স্বামী সহ অগ্গাত একদল দুর্বৃত্ত। এরপর থেকে তামান্না খাতুন ঢাকা শেখ হাসিনা বার্ন ইউনিটে ৪দিন মৃতুর সাথে লড়াই করে চিকিৎসাধীন অবস্থায় ৯মে সোমবার রাত ১১টা ৩০মিনিটে শেষ নিষ্বাস ত্যাগ করেছেন।
স্থানীয়রা জানায়, পাটকেলঘাটা থানার বড় কাশিপুর গ্রামের শেখ আব্দুল হকের বড় মেয়ে ছিলেন তাম্মানা খাতুন।
গত বৃহস্পতিবার ৫মে সন্ধ্যায় বাড়ির পেছনে কপোতাক্ষ নদের পাড়ে স্বামী সহ স্ত্রীকে পেট্রল দিয়ে আগুনে জালানোর ঘটনাটি ঘটে।
এ ঘটনায় নিহত তামান্নার পিতা আব্দুল হক বাদী হয়ে পাটকেলঘাটা থানায় মালয়েশিয়া প্রবাসী তামান্না খাতুন এর সাবেক স্বামী সাদ্দাম হোসেনসহ ছয়জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা তিনজনকে আসামি করে থানায় মামলা করেন প্রধান অভিযুক্ত সাদ্দাম হোসেন কলারোয়া থানার তুলসী ডাঙ্গা গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
এ বিষয়ে পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ ওসি কাঞ্চন কুমার রায় বলেন, পেট্রলের আগুনে দগ্ধ তামান্না খাতুন নামের মেয়েটি চিকিৎসাধীন অবস্থায় সোমবার ৯মে রাত সাড়ে ১১টায় মারা গেছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই কৃষ্ণপদ সমাদ্দার শেখ হাসিনা বার্ন ইউনিটে অবস্থান করছেন ইতিমধ্যে মামলার প্রধান আসামি সাবেক স্বামী সাদ্দাম হোসেনকে চিকিৎসাধীন অবস্থায় আটক করা হয়েছে। তামান্নার সাবেক স্বামী সাদ্দাম হোসেনও বর্তমান স্বামী ফরহাদ হোসেন, দগ্ধ অবস্থায় ঢাকা শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।
এ মামলায় অপর এক আসামি পাটকেলঘাটার বড় কাশিপুর গ্রামের শেখ আব্দুল আলালের ছেলে শেখ তুহিন হোসেনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।