1. admin@dainikbangladeshtimes.com : rony :
শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
পাটকেলঘাটায় ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা আমলকি খাবেন কেন? ঝিনাইদহের শৈলকুপায় মোটরসাইকেল ধাক্কায় পথচারীর নিহত। ডিবি থেকে হারুনকে বদলি পাটকেলঘাটা বাজারে জলাবদ্ধতা সমাধানে পরিদর্শন করলেন এমপি ফিরোজ আহমেদ স্বপন “তোমার কীর্তির চেয়ে তুমি যে মহৎ” জগৎ বিখ্যাত বৈজ্ঞানিক স্যার আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের ১৬৩ তম জন্মবার্ষিকী আজ পাটকেলঘাটায় মোটরসাইকেল চোর সিন্ডিকেটের হোতাসহ আটক ৪ নগরঘাটা ইউনিয়নবাসীর পক্ষে ফিরোজ আহমেদ স্বপন ও লায়লা পারভীন সেঁজুতি এমপিকে সংবর্ধনা আশাশুনির সাংবাদিক বাহাবুল সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত রাসেল ভাইপারে আতঙ্কিত নয়, সচেতনতায় বেশি প্রয়োজন

সাতক্ষীরায় অশনির প্রভাবে পানিতে ভাসছে কৃষকের সোনালী ধান

সাংবাদিক নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ মে, ২০২২
  • ১০০ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি: সাতক্ষীরা জেলা জুড়ে মাঝারি ও গুড়ি গুড়ি বৃষ্টিতে কৃষকের কেটে রাখা ‘সোনালী ফসল পানির উপরে ভাসছে। অন্যদিকে আধা পাকা ধান মাটিতে ন্যুইয়ে পড়েছে। কৃষকের কষ্টের ফসল ধান শেষ মুহুর্তে ঘরে তুলতে হিমশিম খেতে হচ্ছে ক্ষেতের ভেজা ধান আর কৃষকের চোখের পানিতে একাকার।

ঘূর্ণিঝড়র অশনির প্রভাবে গত সোমবার সকাল ১১টা থেকে বিকাল গড়িয়ে সন্ধ্যা পর্যন্ত বৃষ্টিপাত হয়। আবার মঙ্গলবার (১০ মে) সকালের বৃষ্টিতে ও বুধ, বৃহস্পতি শুক্রবার রাতের বৃষ্টিতে মাঠে কেটে রাখা, কোথাও বেঁধে রাখা, কোথাও জালি দিয়ে রাখা ধানের ওপর দিয়ে পানির স্রোত বয়ে যায়।

বলছি সাতক্ষীরা জেলার তালা উপজেলার কলাপাতা গ্রাম ও এলাকার কিছু কৃষকের শপ্ন ভঙ্গের কথা। (১২মে) বুধবার পাটকেলঘাটার নেহার বিল, তৈলকুপী ডুমুর আবাদ বিল, চমরখালি বিল।

কামার আবাদ, চাঁনগাডাঙ্গী, বড়বিলা, মিঠাবাড়ী, নগরঘাটা বিলে যেয়ে দেখা যায় মাঠের কিছুকিছু যায়গায় জমি নিচু থাকায় ধান পানিতে তলিয়ে গেছে আবার কোথাও বা ভাসছে।

কলাপাতা গ্রামের কৃষাণী, কার্তিক মন্ডল এর স্ত্রী জানান আমার স্বামী হার্টের রোগী কোন কাজ করতে পারেন না। আমার দুই ছেলে এক মেয়ে নিয়ে আমাদের সংসার আমরা অন্যের জমি হাঁরি নিয়ে সাত বিঘা ধান চাষ করেছি।আশা করছিলাম ভালো ফলন পাবো কিন্তু ঘূর্ণিঝড়ের কারণে আমাদের ধান দুই ভাগ নষ্ট হয়ে গেছে এ কারণে ৪৫ থেকে ৫০ মণ ধান পেতে পারি।

আর একজন কৃষক শৈলেন্দ্রনাথ মন্ডল বলেন,আমি পাঁচ বিঘা ধান করেছি কিন্তু মাত্র ১৬কাটা জমির ধান তুলে এনেছি। আমাদের মাঠের অধিকাংশ ধান পানিতে তলিয়ে গেছে।

তিনি আরো বলেন আমাদের পশ্চিম পাশের মাঠের ধান এখনো সম্পূর্ণ রয়ে গেছে একটা ধান কাটা হয়নি।
এদিকে পাটকেলঘাটার তৈলকুপি গ্রামের কৃষক সোহরাব জানান, আমরা ৮০ভাগ ধান তুলতে পেরেছি বাকি অংশ মাঠে রয়ে গেছে।

যগীপুকুরিয়া গ্রামের কৃষক কবীর সরদার জানান ঘূর্ণিঝড়ের প্রভাবে আমিসহ এলাকার অনেক কৃষক আধা পাকা ধান নষ্ট হওয়ার ভয়ে কেটে ঘরে উঠানোর চেষ্টা করছি কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে দিচ্ছে বৃষ্টি।

উপজেলা কৃষি অফিস সূত্র জানান, ঘূর্ণিঝড় অশনির প্রভাবে সোমবার থেকে শুরু হওয়া থেমে থেমে বৃষ্টিতে উপজেলার বেশকিছু এলাকায় কৃষি জমিতে কাটাধান তলিয়ে গেছে। তবে নতুন করে বৃষ্টি না হলে ক্ষতি সম্ভাবনা কম। তিনি আরো বলেন তালা উপজেলায় ৯হাজার (৫শ) হেক্টর জমিতে বোরো ধান চাষ হয়েছে। এদিকে উপজেলা কৃষি উপ-সহকারী কর্মকর্তারা বলছেন কিছু কিছু জায়গায় পানি উঠে এমন ঘটনা ঘটেছে

এই সংবাদ টি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
আমাদের এই খানে প্রকাশিত সংবাদ সম্পুর্ন আমাদের প্রতিনিধিদের কাছ থেকে পাওয়া। কোনো প্রকার মিথ্যা নিউজ হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না সম্পুর্ন দায়ী থাকবে নিউজ প্রেরণ কারী সাংবাদিক।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It
error: Content is protected !!