নিজস্ব প্রতিবেদক: মানবজমিন পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলায় সাক্ষী ইয়ারব হোসেন কে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা রুমে ঢুকিয়ে যেভাবে বেধড়ক পিটিয়েছে ছবিতে সেটা দৃশ্যমান। এভাবে একজন সাংবাদিককে নির্যাতনের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন দৈনিক বাংলাদেশ টাইমস এর ব্যবস্থাপনা পরিচালক বাসুদেব দাশ এবং সাথে সাথে সুষ্ঠু তদন্তপূর্বক দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে।
এছাড়াও দৈনিক বাংলাদেশ টাইমস এর ব্যবস্থাপনা পরিচালক বাসুদেব দাশ বলেন, একজন সাংবাদিক পানি উন্নয়ন বোর্ডের দূর্নীতির বিরুদ্ধে কথা বলছে এজন্য তাকে এভাবে পেটাতে হবে? গুরুত্বপূর্ণ হত্যাচেষ্টা মাললার একজন সাক্ষীকে সরকারি কর্মকর্তারা এভাবে পেটানোর সাহস পায় কিভাবে?
তিনি আরো বলেন, আজ যদি সাংবাদিকরা এক থাকতো তাহলে এভাবে সাংবাদিক নির্যাতনের সাহস পেত কেউ? সাংবাদিকরা তথ্য সংগ্রহ করবে এটাই তাদের কাজ। বারবার এমন বর্বরোচিত হামলার অন্যতম কারণ সাংবাদিকদের একতা না থাকা। সাতক্ষীরার সাংবাদিকদের উচিত পেশার স্বার্থে সকল দ্বন্দ্ব ভুলে একসাথে পথচলা এবং এমন হামলার উপযুক্ত জবাব আইনি প্রক্রিয়ার মাধ্যমে এবং গণমাধ্যমে প্রচার করে অনিয়মকারীদের মুখোশ উন্মোচন করা। সাতক্ষীরা জেলার পানি উন্নয়ন বোর্ডের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ নতুন নয় তারপরও তারা সাংবাদিককে নির্যাতনের এত সাহস পায় কিভাবে? এখনই সময় সকল সাংবাদিক এক হয়ে তাদের অনিয়মের মুখোশ উন্মোচন করা। আশাকরি নিজেদের পেশার স্বার্থে সকলে একসাথে কাজ করবে। না হলে এমন ঘটনা আজ ইয়ারব ভাইয়ের উপরে ঘটেছে কাল আমার এবং আপনাদের উপরে ঘটবে মনে রাখবেন।