বিশেষ প্রতিনিধি: ঐতিহ্যবাহী বাগেরহাট জেলার নতুন পর্যটন স্পট মিনি সুন্দরবনে (গোদাড়াগেট,চিতলমারী)।
পানি উন্নয়ন বোর্ডের তত্ববধানে চিতলমারী উপজেলার অন্তর্গত চিত্রা নদীর গোদাড়া নামক স্থানে স্লুইচগেট নির্মান প্রকল্পের আওতায় গেটের চারপাশের কীনারায় নদীশাসন এবং পর্যটকদের বসার সুবিধার্থে ছাতা, রেলিং, পিলার এবং কংক্রিটের বেঞ্চ নির্মান করা হয়েছে। এছাড়াও বিস্তৃত এলাকা জুড়ে রোপন করা হয়েছে কয়েকশত বৃক্ষরাজি।
মিনি সুন্দরবনে বেড়াতে আসা আপনার একটি বিকাল হতে পারে স্মরনীয়, রোজনামচায় লিখে রাখার মত। কোলাহলমুক্ত শহরের জীবন থেকে হালকা প্রশান্তির আবেশ নিতে চলে আসতে পারেন প্রকৃতির খুব কাছে। গেট এর উপর দাঁড়িয়ে সূর্যাস্তের অপরূপ সৌন্দর্যে মুগ্ধ হবেন আপনিও। বাগেরহাটের বুকচিরে বয়ে চলা পশুর নদীর একটি শাখা চিত্রানদী। ঐতিহ্যবাহী এই নদীর দুপাশের প্রায় ১০/১৫ টি গ্রাম জুড়ে রয়েছে সুন্দরবনের নানা নিদর্শন, তাই এই এলাকা অনেকে মিনি সুন্দরবন নামেও চেনে।
চিত্রা নদীর ঠিক মাঝামাঝি থেকে উপজেলা সীমানারেখা নির্ধারন করা হয়েছে, যার একপাশে চিতলমারী উপজেলা অন্যপাশে ফকিরহাট উপজেলা। গোদারার পূর্ববর্তী স্লুইচগেটটি নদীর মূল বহমান ধারার উপর নির্মিত ছিলো, তবে নবনির্মিত পানি উন্নয়ন বোর্ডের এই প্রকল্পে চিত্রা নদীর বহমান গতিপথকে খনন করে পরিবর্তন করায় বর্তমানে এই স্লুইচ গেটটি পুরোপুরিভাবে চিতলমারী উপজেলার অন্তর্ভুক্ত হয়েছে।
রুট ১ ?
বাগেরহাট থেকে চিতলমারী আসবেন এরপর চিতলমারী উপজেলা সদর থেকে সরাসরি মাহিন্দ্রাযোগে গোদাড়া গেট আসতে পারবেন। চিতলমারী মাহিন্দ্রা স্ট্যান্ড থেকে গোদাড়া আসতে সময় লাগবে আনুমানিক ৩০/৩৫ মিনিট। ভাড়া নেবে ৫০/৬০ টাকা।
রুট ২ ?
বাগেরহাট থেকে সরাসরি ফকিরহাট আসবেন এরপর ডাকবাংলা মোড় থেকে চিতলমারীগামী মাহিন্দ্রায় আসতে পারবেন ফলতিতা বটতলা (মাছের আড়ৎ) হয়ে গোদাড়া নেমে যাবেন। ভাড়া নেবে ২৫/৩০ টাকা। ফকিরহাট থেকে গোদাড়া যেতে সময় লাগবে ২০/২৫ মিনিট। সকাল ৮ টা থেকে রাত ৯ টা পর্যন্ত মাহিন্দ্রা পাওয়া যায়। প্রতি ১০ মিনিট পর পর মাহিন্দ্রা ছাড়ে।
রুট ৩ ?
এছাড়াও বাগেরহাট যাত্রাপুর ভায়া উজলপুর বাজার হয়ে ডুমুরিয়া বাজারে আসবেন
তারপর ডুমুরিয়া থেকে অটোরিক্সা/ভ্যান এ করে চলে আসতে পারেন গোদাড়া গেট।