বিশেষ প্রতিনিধি: ঝিনাইদহ জেলার হরিনাকুন্ডু উপজেলার ভায়না ১ নং ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে মেহেদী হাসান (১৭) এক যুবক বিষ পান করে আত্মহত্যা করেছে। মেহেদী হাসান ঐ গ্রারেম আরাফাত আলীর ছেলে।
মেহেদীর বাবা আরাফাত মালয়েশিয়া থাকেন। মেহেদী মোবাইল কেনা নিয়ে পরিবারের সাথে তর্কবিতর্কে জড়িয়ে পড়ে।একপর্যায়ে নিজ ঘরে বিষপান করে। পরে পরিবারের লোকজন ঠিক পেয়ে তাকে উদ্ধার করে।
হরিনাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিতেই পথের মাঝে জোড়াদাহ বাজারে আশরাফুল নামের এক ডাক্তার ওয়াশ করে, পরে অবস্থার অবনতি হলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠালে পথের মধ্য মৃত্যুর কলে ঢলে পড়ে।