বিশেষ প্রতিনিধি: বাংলাদেশের বহুল প্রচারিত পত্রিকা ডেইলি ফ্র্ন্টিয়ার পত্রিকার ২ টা কার্ড ভুয়া ভাবে নিজে তৈরি করে যার পিছনে তার নিজেস্ব মেইল এড্রেস এবং ফোন নম্বর ব্যবহার করে দুজনকে দিয়েছে।
সে নিজেই দৈনিক সোনার বাংলাদেশ নামে একটা অনলাইন নিউজ পোর্টাল খুলে করছে নিয়োগ বানিজ্য। ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে লিখছে বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয় কৃত অনুমোদিত। এই নিউজ পোর্টালে নিয়োগ দেওয়ার জন্য আব্দুল আলিম নামের এক ব্যাক্তি ২২০০টাকা দিতে অস্বীকার করলে বলে কার্ড হবে না। আদেও অনুমোদিত কিনা সেটা যাচায় করার প্রশাসনের নিকট আবেদন জানিয়েছে ভুক্তভোগীরা।
তালা উপজেলার খলিষখালি ইউপির কাশিয়াডাঙ্গা গ্রামের আলামিন সরদার প্রতারণার মাধ্যমে পএিকার কার্ড বানিজ্য সহ বিভিন্ন কায়দায় নারীদের ব্ল্যাকমেইল সহ সাধারন মানুষ কে বিভিন্ন কয়দায় ভয়ভিতি প্রদর্শন করে। তার বিরুদ্দে অর্থ আত্মসাৎর অভিযোগ ও পাওয়া গেছে।
এদিকে বিগত তিন মাস পুর্বে উপজেলার ইসলামকাটি ইউনিয়নে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার দেওয়া আবাসন প্রকল্পের ঘর নির্মাণকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথে সাতক্ষীরা থেকে প্রকাশিত স্বনামধন্য বহুল প্রচারিত একটি পএিকার প্রতিনিধি পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ ওঠে।
নির্বাহী কর্মকর্তা বিষয়টি নিয়ে পত্রিকা অফিসে যোগাযোগ করে। পরের দিন অফিস থেকে ওই এলাকার প্রতিনিধিকে বিষয়টি অবহিত করা হয়।
ভুক্তভোগীরা হলেন, তালার কলিয়া গ্রামের তবিবুর রহমান,ও পাটকেলঘাটা খলিষখালি হাজরাপাড়া গ্রামের হাবিবুর রহমান (হাবিব)
হাবিবুর রহমান হাবিব জানান, তার নিকট থেকে এই কার্ড করার জন্য ২০০০ টাকা নেই এবং তাকে একটা কার্ডও দেয় কিন্তু পত্রিকা অফিসে কনো নিউজ পাঠাতে পারে না । পরবর্তীতে জানতে পারে এটা ভুয়া কার্ড। আলামিনের কাছে জানতে চায়লে বিভিন্ন তালবাহানা করে এমন কি বিভিন্ন ভয় ভিতি দেখায় বলে অভিযোগ করেন সে আরো বলেন এমন কার্ড নিজেও করেছে এবং আরো মানুষকে করে দিয়ার কথা বলে।
ভুক্তভুগী তবিবুর রহমান বলেন, আমার নিকট থেকে ২৫০০ টাকা নিয়েছে সাংবাদিকতার কার্ড করে দিবে বলে, এবং পাটকেলঘাটা প্রেসক্লাবের সদস্য করে দিয়ার নাম করে আরো ৫০০ টাকা নেয়। ভুক্তভোগী আরো জানান জমি জায়গা নিয়ে আমার আদালতে চলমান মাললার একটা নিউজ করার জন্য ৭০০০ টাকাও নেয়। পরে আমি ২থেক আড়াই মাস নিউজের পত্রিকা নেওয়ার জন্য তার পিছে পিছে ঘুরি কিন্তু সে তালবাহানা করতে থাকে শেষ পর্যায়ে আমাকে পত্রিকা দিতে পারেনি। কিন্তু তার ভুয়া একটা ডেইলি ফ্র্ন্টিয়ার পত্রিকার কার্ড করে দেয়। পরবর্তীতে জানতে পারি এটা ভুয়া কার্ড।
প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন প্রতারকের বিরুদ্ধে যথাযথ শাস্তির দাবি জানিয়েছেন।