বিশেষ বিজ্ঞপ্তি
ঝুম্পা মজুমদারের সবচেয়ে বড় অস্ত্রোপচারের জন্যে আজ ‘স্পন্দন নামিং হোম’, ডিআইপি, রোড, তেঘরিয়া, কোলকাতায় ভর্তি করা হয়েছে। ৬ জন বিশেষজ্ঞ ডাক্তার পরীক্ষা- নিরীক্ষা সম্পন্ন করেছেন। আগামীকাল সকালে তার অস্ত্রোপচার শুরু হবে; অস্ত্রোপচারটি প্রায় ৮ঘন্টা ধ’রে চলবে ব’লে বিশেষজ্ঞরা জানিয়েছেন উল্লেখ্য যে, ঝুম্পা মজুমদারের সার্বিক সহযোগিতা গ্রুপের পক্ষ থেকে চিকিৎসার তত্ত্বাবধান করছেন নারায়ণ মজুমদার। ঝুম্পা মজুমদারের আত্মীয- স্বজন ও শুভাকাঙ্ক্ষী সহ সকলের আশীর্বাদ ও দোয়া করার আহ্বান জানানো যাচ্ছে। সাথে সাথে সমস্ত সহৃদয় ব্যক্তিবর্গের কাছে এই বিরাট ব্যয়বহুল চিকিৎসার সহযোগিতা কামনা করছি।
রক্তিমাম মজুমদার (মা) সঞ্চয়ী হিসাব নাম্বার- ২৮০৫০০১০১৪৯৭১, সোনালী ব্যাংক কুমিরা বাজার শাখা, পাটকেলঘাটা, সাতক্ষীরা।