নিজস্ব প্রতিনিধি:
অবৈধভাবে ভূমিহীনদের জমি দেওয়ার নামে টাকা নিয়ে প্রতারণার প্রতিবাদে সরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই এর বিরুদ্ধে পাটকেলঘাটা পাঁচ রাস্তার মোড়ে সকাল ১১.০০ ঘটিকায় ভূমিহীনরা মানববন্ধন করে। ৩ নং সরুলিয়া ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য শেখ জামশেদ আলী সভাপতিত্বে ও কমরেড আদিত্য মল্লিকের সঞ্চালনায় মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির নেতা মফিজুল ইসলাম এছাড়া বক্তব্য রাখেন ইউপি সদস্য রুস্তম আলী, নাসের উদ্দিন, মোঃ নাজিম ও আছির উদ্দিন। ভুক্তভোগী ভূমিহীনদের পক্ষে বক্তব্য রাখেন মোঃ ফকির আহমদ, মোঃ মজিবর মিস্ত্রি ও মোঃ রবিউল ইসলাম রবি। ভুক্তভোগী ভূমিহীনরা দাবি করেন সরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই তাদেরকে জমি দেবে বলে প্রত্যেকের নিকট থেকে এক লক্ষ বিশ হাজার টাকা করে নেন। কিন্তু বর্তমানে চেয়ারম্যান ভূমিরদের জমিও দিচ্ছেন না টাকাও দিচ্ছেন না বরং প্রতিনিয়ত জীবননাশের হুমকি ধামকি দিয়ে যাচ্ছেন।