নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর জলঢাকা উপজেলায় চেঞ্চ মেকার, ধর্মীয় নেতা ও গৃহস্থালী কাজের নারীদের মুল্যায়ন ও জেন্ডার সমতার উপর দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকালে উপজেলার কমিউনিটি লার্নিং সেন্টারে প্রশিক্ষণ প্রদান করেন ল্যাম্ব শো ২ প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার রউফুর রহমান বসুনিয়া রাশেল। প্রশিক্ষণে সহযোগিতা করেন এমভিভি কাউন্সিলর লরেন্স রায় ও ফিল্ড কো-অর্ডিনেটর একরামুল হক।
প্রশিক্ষণে করোনার ধরন, টিকা গ্রহণ, ধর্ম পালনে সরকারি নির্দেশনা, মৃত ব্যাক্তির দাফন ও গৃহস্থালি কাজে নারীদের মুল্যায়ন ও জেন্ডার সমতা সম্পর্কে বিস্তারিত ধারনা দেওয়া হয়। ল্যাম্বের সহযোগিতায়, প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর কারগরি সহযোগিতায় কানাডার অর্থায়নে ল্যাম্ব শো ২ প্রকল্পের আয়োজনে প্রশিক্ষণে পৌরসভার চেঞ্চ মেকার সদস্যগণ অংশগ্রহণ করে।