নিজস্ব প্রতিবেদন: সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি পটুয়াখালীর বাউফল শাখার সাবেক সভাপতি দৈনিক জনকন্ঠের নিজস্ব সংবাদদাতা কামরুজ্জামান বাচ্চুর ছেলে কনক ও প্রথম আলোর প্রতিনিধি এবিএম মিজানুর রহমানের ছেলে আফ্ফান রোববার সন্ধ্যা থেকে নিখোঁজ রয়েছে। পরিবারের পক্ষ থেকে স্থানীয় থানায় অবহিত করা হয়েছে। দু’টি পরিবারের পক্ষ থেকে খোঁজাখুজি চলছে। তবে গত ১২ ঘন্টায়ও কোন খবর মেলেনি। স্থানীয় প্রশাসনকে বিষয়টি গুরুত্বের সাথে দেখতে বিএমএসএফের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়।
১৬ আগষ্ট সোমবার রাত দেড়টার দিকে সাংবাদিক মিজানুর রহমান বিএমএসএফকে জানিয়েছেন বাউফলে খোঁজাখুজি করে তারা জেলার সবকটি উপজেলায় খোঁজ অব্যাহত রেখেছেন। ওরা দুজনই দশম শ্রেনীর ছাত্র এবং পাশাপাশি বাসা। সন্ধ্যার আগে তারা বাসার সামনে ঘুরতে বের হয়েছিল।
কেউ সন্ধান পেলে ০১৭১৩৯৫৩৮৭৬ এই নম্বরে জানানোর জন্য বিএমএসএফ এবং সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির পক্ষ থেকে অনুরোধ করা হলো।( নিউজটি পোষ্ট/শেয়ার করে আপনিও দুজন বিপদগ্রস্থ সাংবাদিকের পাশে থাকুন)।