নীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে অটোরিক্সার সাথে মটরসাইকেলের মুখােমুখি সংঘর্ষে রুবেল হােসেন ( ২৬ ) নামে এক যুবক নিহত হয়েছে। সােমবার সকালে সদর উপজেলার বটতলী নাম স্থানে ওই দূর্ঘটনা ঘটে।
নিহত রুবেল হােসেন সদর উপজেলার চড়াইখােলা ইউনিয়নের বাবরীঝাড় গ্রামের শাহাপাড়ার আজিজার রহমানের পুত্র। সে উত্তরা ইপিজেডের দেশবন্ধু গার্মেন্টস শ্রমিক বলে জানা গেছে । প্রত্যক্ষদর্শীরা জানায়, রুবেল হােসেন নিজ বাড়ি থেকে তার স্ত্রীকে সাথে নিয়ে মটরসাইকেল যােগে কর্মস্থলে যাচ্ছিলেন।
বটতলী নামক স্থানে বিপরীত দিক থেকে আসা যাত্রী বােঝাই ব্যাটারীচালিত অটোরিক্সার সাথে মুখােমুখি সংঘর্ষ ঘটে। এতে মটরসাইকেল চালক রুবেল মাথায় গুরুতর আঘাত পায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত নীলফামারী জেনারেল হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ জানান , নিহতের পরিবারের পক্ষ্য থেকে অভিযােগ পেলে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।