নিজস্ব প্রতিবেদন: কোভিড -১৯ পরিস্থিতি মোকাবেলায় ভারতের পক্ষ থেকে বাংলাদেশকে ৩০ টি এ্যাম্বুলেন্স উপহার
গত মার্চে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ সফরকালে, বাংলাদেশের স্বাস্থ্যসেবা উন্নয়নের জন্য, বিশেষ করে বাংলাদেশে কোভিড-১৯ মহামারি মোকাবিলার যৌথ প্রচেষ্টায় বাংলাদেশ সরকারকে ১০৯ টি অ্যাম্বুলেন্স উপহার দেওয়ার ঘোষণা দেন তিনি।
ভারতীয় দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নরেন্দ্র মোদির সেই প্রতিশ্রুতি পূরণে ৩০টি অ্যাম্বুলেন্স এসেছে এবং বেনাপোল স্থল শুল্ক চেকপোস্টে ছাড়পত্র পাওয়ার পর সেগুলো শিগগিরই ঢাকায় পৌঁছেবে।