আবার একদিন ঠিকই দেখা হয়ে যাবে
কখনও, কোথাও।
পাঁচ বছর, দশ বছর, পঞ্চাশ বছর,
কিংবা শতাব্দী পেরিয়ে
একদিন কোথাও।
দেখা হবে, একদিন আবার ঠিকই দেখা হয়ে যাবে।
না জানুক অন্যেরা সে -কথা, আমি জানি।
তোমাকেও জানিয়ে রাখলুম।
সে-দিন তোমার মুখ আজকের মতন
এমন কঠিন দেখাবে না।
ভ্রূ – ভঙ্গিতে
থাকবে না ক্রোধের চিহ্ন,
চোখে ঝরবে জলধারা
হাতে হাত রাখার উৎসবে।
দেখা হবে, আবার একদিন দেখা হবে।