1. admin@dainikbangladeshtimes.com : rony :
শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
পাটকেলঘাটায় ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা আমলকি খাবেন কেন? ঝিনাইদহের শৈলকুপায় মোটরসাইকেল ধাক্কায় পথচারীর নিহত। ডিবি থেকে হারুনকে বদলি পাটকেলঘাটা বাজারে জলাবদ্ধতা সমাধানে পরিদর্শন করলেন এমপি ফিরোজ আহমেদ স্বপন “তোমার কীর্তির চেয়ে তুমি যে মহৎ” জগৎ বিখ্যাত বৈজ্ঞানিক স্যার আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের ১৬৩ তম জন্মবার্ষিকী আজ পাটকেলঘাটায় মোটরসাইকেল চোর সিন্ডিকেটের হোতাসহ আটক ৪ নগরঘাটা ইউনিয়নবাসীর পক্ষে ফিরোজ আহমেদ স্বপন ও লায়লা পারভীন সেঁজুতি এমপিকে সংবর্ধনা আশাশুনির সাংবাদিক বাহাবুল সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত রাসেল ভাইপারে আতঙ্কিত নয়, সচেতনতায় বেশি প্রয়োজন

ঠাকুরগাঁওয়ে ‘মিনি কক্সবাজার’ পানির স্রোতে আনন্দিত দর্শণার্থীরা

সাংবাদিক নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১
  • ১০৮ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁও প্রতিনিধি: একটা সময় ছিলো যখন কেউ চিনতোনা বাঁধটি। হঠাৎ করেই যেন পরিবর্তন হয়ে গেলো সেই চিত্র। বাঁধটিতে বেড়েছে মানুষের পদচারণা। এমনি একটি বাঁধ ঠাকুরগাঁও সদর উপজেলার বালিয়া ইউনিয়নে। পানির স্রোতে আনন্দিত হয়ে দর্শণার্থীরা এ বাঁধটির নাম দিয়েছে ‘মিনি কক্সবাজার’।

শনিবার(১১ সেপ্টেম্বর) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার বালিয়া ইউনিয়নের কুমারপুর গ্রামে ভূল্লী বাঁধে গেলে এমনি দৃশ্যটি চোখে পড়ে।

দিনের পর দিন বেড়েই চলছে এই বাঁধে উপচে পড়া দর্শনার্থীদের ভিড়। বর্ষা মওসুমে ভুল্লী বাঁধটি এক নজর দেখার জন্য দেশের বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে ভিড় জমায়। তবে এই বাঁধে যাবার রাস্তাটি দ্রুত সময়ে সংস্কার করা ও ভুল্লী নদীর এ বাঁধ এলাকাটিকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার দাবি জানিয়েছেন বাঁধে ঘুরতে আসা বিনোদনপ্রেমিরা।

সারেজমিনে গিয়ে যানা যায়, সেচ ব্যবস্থার জন্য ১৯৯৬ সালে বাংলাদেশ সরকারের অর্থায়নে ঠাকুরগাঁও সদর উপজেলার বালিয়া ইউনিয়নে ‘ভুল্লী বাঁধ’ নির্মাণ করা হয়। বর্ষা মওসুমে এ বাঁধে পানি ধরে রাখা হয়। পরে খড়া মওসুমে সে পানি আশপাশের কৃষকরা তাদের ফসলী জমিতে ব্যবহার করেন। এছাড়াও জেলেরা এ বাঁধে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করে আসছে দীর্ঘদিন ধরে। বাঁধটিতে রয়েছে ১০টি জল কপাট।

জলধারা প্রবাহের জন্য বাঁধটিতে কয়েকটি ধাপে স্তর রয়েছে। এসব স্থর বেয়ে জলরাশি চলাচল করে প্রতিনিয়ত। জলধারা প্রবাহের সময় যে শব্দ সঞ্চার হয় চারিদিকে তা ঠিক সমুদ্রের গর্জনের মতই। যা মানুষের মন কেড়ে নেয়। বাঁধে পরিবারসহ ঘুরতে এসে আনন্দে মেতে উছেন সকলেই। তবে বাঁধটিতে যাবার রাস্তাটি বর্ষ মৌসুমে কাদা লেগে থাকায় অনেকেরই যাতাযাতের সময় পড়েছে বিপদে। একদিকে যেমন দূর দূরান্ত থেকে আসছেন দর্শনার্থীরা অপরদিকে সেই বাঁধে মাছ স্বীকার করে জীবিকা নির্বাহ করছেন স্থানীয় অনেক জেলেই।

বাঁধে বন্ধুদের সহ ঘুড়তে এসেছেন ইসমাইল হোসেন সহ তার বন্ধুরা। তিনি বলেন, অনেকের মুখে শুনেছি এই বাঁধারে কথা। আজ আসলাম বন্ধুদের সাথে। অনেক মজা করলাম। তবে এখানে কোন বসার ব্যবস্থা নেই। জেলার আকর্ষণীয় একটা স্থান। এটাকে যদি পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তুুলা হয় তাহলে দর্শনার্থীদের জন্য অনেক ভালো হবে।

বাঁধের রাস্তা দিয়ে বাঁধের দিকে যাচ্ছেন মনির হোসেন নামের এক দর্শনার্থী। তিনি বলেন, যাচ্ছিলাম বাঁধের দিকে তার আগেই কাদায় কাপড় নষ্ট হয়ে গেলো। রাস্তাটির বিভিন্ন জায়গায় কাদায় ভরা এখানে মোটরসাইকেল নিয়ে অনেকে যাচ্ছেন,কেউবা অটোতে যে কোন সময় দুর্ঘটনা ঘটতে পারে। তাই এটাকে দ্রæত সংস্কার করা প্রয়োজন বলে মনে করি।

পরিবার সহ বাঁধে ঘুড়তে এসেছেন আম্বিয়া খাতুন নামের এক দর্শনার্থী। তিনি বলেন, লকডাউন খোলার পরে এখানে আজ প্রথম আসলাম পরিবার সহ। এখানে অনেক ছেলেরাই নেমে গোসুল করছেন। যেখানে মেয়েদের নেমে একটু পানি ছুয়ে আনন্দ করার মতো কোন ব্যবস্থা নেই। এখানে মেয়ের জন্য নিরাপত্তার তেমন কোন ব্যবস্থা নেই। যদি এখানে কোন গ্রাম্য পুলিশ রাখা হয় তাহলে ভালো হতো।

ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন বলেন, গতবছর আমরা সেই বাঁধে গিয়ে বেশ কিছু ব্যানার লাগিয়ে দিয়েছিলাম। সেখানে যেসব দর্শনার্থীরা আসে তাদের নিরাপত্তার জন্য আমরা সেখানে একটি স্বেচ্ছাসেবকী টিম করে দিয়েছি। এছাড়াও এটাকে একটি পর্যটন স্থান হিসাবে সেটা গড়ে তুলতে পারি সেটার একটা সিদ্ধান্ত গহন করা হয়েছে।

এই সংবাদ টি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
আমাদের এই খানে প্রকাশিত সংবাদ সম্পুর্ন আমাদের প্রতিনিধিদের কাছ থেকে পাওয়া। কোনো প্রকার মিথ্যা নিউজ হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না সম্পুর্ন দায়ী থাকবে নিউজ প্রেরণ কারী সাংবাদিক।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It
error: Content is protected !!