স্বর্গ থেকে আসল জ্যোতি
উৎদ্ভসিত ধরণী,
মর্তবাসী বেজায় খুশি
পাপ কালিমা হরণী।
সোর গোল বাঁধে স্বর্গ দ্বারে
অস্ত্র হাতে দাঁড়ায়ে রক্ষী,
বক্ষে জড়ায়ে প্রেম বিলাবে
সে কথাটি বলছে ডাকি।
স্বর্গ মাঝে ঝর্ণা বহে
মধুর কন্ঠে নামে স্রোত ধারা,
অমৃত পানে তৃপ্ত হবে
কঠোর সাধনা করবে যারা।
পূজার দিনে ভক্তবৃন্ধ বুঝি
স্বর্গের দ্বারের সন্ধান পেয়ে,
মহাপ্রভুর মহাদানে
হতবাক হয়ে রইবে চেয়ে।
কলমে: লেখক প্রণব মন্ডল