বিশেষ প্রতিনিধি: টাংগাইল ও জামালপুরের বিভিন্ন লোকেশনে মাসব্যাপী ২০ সেপ্টেম্বর, ২০২১ ইং তারিখ সোমবার থেকে “গলুই” সিনেমার দৃশ্যধারণের কাজ শুরু হতে যাচ্ছে। তবে প্রথম দিন জামালপুরের যমুনার চর এলাকা থেকে এ সিনেমার দৃশ্যধারণের কাজ শুরু হবে।
এস. এ. হক অলিক’র পরিচালনায় খোরশেদ আলম খসরু প্রযোজিত প্রথমবারের মতো অনুদানের “গলুই” সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। পূজা চেরী, শাকিব খানের নায়িকা হয়ে পর্দায় আসতে পারতো যদি সবকিছু ঠিক থাকতো।
এস. এ. হক অলিক বলেছিলেন, আমাদের টানা শুটের পরিকল্পনা আছে জামালপুর ও টাঙ্গাইলের বিভিন্ন লোকেশনে। এ সিনেমা শুট করতে প্রায় ৩৫ থেকে ৪০ দিন সময় লাগবে। অভিনয় শিল্পীরা আসা – যাওয়ার মধ্যে থাকবেন, যার যখন শুট, তখন তিনি যোগ দেবেন, তবে শাকিব খান ছাড়া এ সিনেমা অন্য শিল্পীদের নাম এখনই প্রকাশ করতে চান না এই নির্মাতা।
সিনেমাটিতে কারা অভিনয় করছেন, সেটি মহরত অনুষ্ঠানেই জানাতে চাই, সেটি শুট শুরুর কয়েক দিন আগে ঢাকায় করা হবে বলে এস. এ. হক অলিক সাংবাদিকদের মাঝে এমন কথা ব্যাক্ত করেছিলেন। নৌকা চালানোর জন্য যে গলুই লাগে তা থেকে চিন্তা – ধারা করেই এ সিনেমার নাম ‘‘গলুই” রাখা হয়েছে। এছাড়াও নৌকা বাইচ, মাঝির জীবন জীবিকা, প্রেম, ভালোবাসার মাধ্যমে সমাজের প্রতিচ্ছবি ফুটে উঠবে ‘‘গলুই’’ সিনেমায়।
সিনেমাটিতে একজন মাঝির চরিত্রে অভিনয় করবেন ঢাকাই সিনেমার সময়ের সেরা নায়ক শাকিব খান। প্রযোজক সূত্রে জানা যায় যে, এ সিনেমা ২০২০-২১ অর্থ বছরে ৬০ লাখ টাকার অনুদান পেয়েছে। প্রসঙ্গক্রমে, শাকিব খান এবং পূজা চেরী ছাড়াও এ সিনেমায় আরও অভিনয় করতে যাচ্ছেন ফজলুর রহমান বাবু ও আজিজুল হাকিম, বিভিন্ন গানে কণ্ঠ দিয়েছেন, হাবিব ওয়াহিদ ও কুমার বিশ্বজিৎ সহ আরও অনেকে।
এস. এ. হক অলিক একাধারে নাটক, সিনেমা নির্মান করেন। অলিক পরিচালিত ‘‘হৃদয়ের কথা’’ “আকাশ ছোঁয়া ভালোবাসা’’ সিনেমা দুটি প্রিয় দর্শক মন কেড়েছে, অলিক এর পূর্বে সুপার স্টার শাকিব খানকে নিয়ে ‘’আরো ভালোবাসবো তোমায়’’ নামের একটি সিনেমা নির্মান করেছিলেন, যা ২০১৫ সালে মুক্তি পেয়েছিলো।