আম্র কাননে পাতার ফাঁকে
আকাশের গায়,
এক ফালি চাঁদ ছড়াচ্ছে আলো
সাধকের গায়।
এয়োদশ দিবসে কঠোর সাধনায়
সাধক রয়েছে রত,
ক্ষুদ পিপাশায় শুষ্ক কন্ঠ
ক্লান্তি এসেছে কত!
সহ্য করেছে ক্ষুধার অগ্নি
দহন করেছে রিপু,
মোচন করেছে কালিমা যত
স্বচ্ছ হয়েছে তনু!
স্বর্গ হতে অপ্সরীগন
সাধকেরে ডাকি,
কহিছেন প্রিয়,
অপেক্ষায় আছি কয়টা দিন শুধু বাঁকি।
গহনার হার পড়াবো তোমায়
হস্তে ধরেছি আনি,
তোমায় জড়িয়ে মিলাবো মোরা
মোদের নরম বক্ষ খানি!
কলমে: লেখক প্রণব মন্ডল ।