কবিতা:
আম্র মুকুল শাখায় জেগেছে মঞ্জরি
বাংলার সবুজ দলের নেই কোন জুড়ি
লতা পল্লবে পল্লবে বাধিবে গুটি,
তরুণ দল ভোরের সূর্য হয়ে বাধিবে জুটি
আম্র কাননে মধুর ঘ্রাণ জাগিবে ভূবন।
বাংলা মায়ের মধুর প্রীতি
বাংলাকে নিয়ে আমার হাজার স্মৃতি,
ফাগুনে ঝরিবে পল্লব জাগিবে পুষ্প মঞ্জরি
জেগে ওঠবে ডুবে যাওয়া বাংলার তরী
সেদিন আসবে কবে!
বাংলার মানুষ সোনার মানুষ হবে।
কলমে: লেখক প্রণব মন্ডল।