শ্যামল বিশ্বাস,বিশেষ প্রতিনিধি: কঠোর লকডাউনের ১২তম দিনে নীলফামারীর ডোমারে সেনাবাহিনী চেকপোস্ট বসিয়েছে।
সোমবারে (১২ জুলাই) লকডাউন বাস্তবায়নে উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনোয়ার হোসেন অযথা মটর সাইকেল নিয়ে চলাচলকারী ৬ আরোহী ও এক দোকানদারকে ভ্রাম্যমাণ আদালতে ৪ হাজার পাঁচশত টাকা জরিমানা করেন।
অপরদিকে লকডাউন কার্যকরে সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা শহরের বিভিন্ন রাস্তায় প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ বিভিন্ন অভিযান পরিচালনা করেন।
উল্লখ্য, উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দিনদিন বৃদ্ধি পাচ্ছে। গত (১১ জুলাই) রোববার পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১৯৯ জন। আক্রান্তের হার শতকরা ৩৮ ভাগ।