মৌলভীবাজার প্রতিনিধি: ২২ সেপ্টেম্বর (বুধবার) সকাল ১১ ঘটিকায় মৌলভীবাজার পৌর জনমিলন কেন্দ্রে ফ্রি কম্পিউটার প্রশিক্ষনের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মীর নাহিদ আহসান,জেলা প্রশাসক মৌলভীবাজার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মোহাম্মদ জাকারিয়া,পুলিশ সুপার মৌলভীবাজার।
মোঃআবুল হোসেন খাঁন, অবসরপ্রাপ্ত নিবার্হী প্রকৌশলী মৌলভীবাজার পৌরসভা। মৌলভীবাজার পৌরসভার উপ-সহকারি প্রকৌশলী রনধীর রায় এর পরিচালনায়, সভাপতিত্ব করেন আলহাজ্ব ফজলুর রহমান,মেয়র মৌলভীবাজার পৌরসভা।
মুখ্য আলোচক হিসেবে বক্তব্যে রাখেন,শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রফেসর মোঃ জহির উদ্দিন আহমদ। কোর্সটি সফলভাবে সম্পন্ন করতে সার্বিক সহযোগিতায় ছিলো উই ফর বাংলাদেশ নামে একটি সংগঠন।তাদের সহযোগিতায় ২০১৭ সাল থেকে শিক্ষার্থীরা ফ্রি কোর্সটি করছেন।
এছাড়াও রয়েছে প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন,ফ্রিল্যান্সিং, কম্পিউটার হার্ডওয়ার ইঞ্জিনিয়ারিং,ওয়েব ডিজাইন এন্ড ডেভোলাপমেন্ট কোর্স।