ছন্দ মোর বন্ধ আজি
ছিড়ে গেছে বীণার তার,
যন্ত্রতে আর সুর বাজেনা
অন্তর মাঝে হাহাকার।
ফোটেনা আর গানের কলি চারিদিকে অন্ধকার,
মর্মতলে নিরব ব্যাথা
বাঁধল বাসা ব্যাথার ভার।
জীবন তরী ছোট অতি চলার পথসছ বহুদূর,
কেউবা যেন ডাকছে মোরে আসছে ভেসে করুন সুর।
আসলো জোয়ার ক্ষনস্হায়ী পড়লো ভাটা লম্বা অতি,
সবকিছুতেই এলোমেলো চলছে ছুটে ভীষণগতি।
নেই কিছু তো কর্ম ফল আছে শুধু দৈন্যতা,
হারিয়ে গেছে সবকিছু মোর এখন শুধু মৌন্যতা।
বাকি শুধু ভরসা খানি পরমেশ্বরের করুণা,
দক্ষিণ হাতে দিবেন লিপি করছি শুধু কামনা।
কলমে: লেখক প্রণব মন্ডল ।