আনোয়ারা প্রতিনিধি: আনোয়ারা উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে এক হাজার ৫০০ পিস ইয়াবা সহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার ( ২৭সেপ্টেম্বর ) উপজেলার ৬নং বারখাইন ইউনিয়নের শোলকাটা রাস্তার সামনে বাঁশখালী টু চট্টগ্রাম মহাসড়ক থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, কক্সবাজার জেলার পশ্চিম ব্যাইম্মা খালী ২নং ওয়ার্ডের কামাল হোসেনের ছেলে মোঃ সাইফুল ইসলাম (২৩), একই এলাকার সৈয়দ আলমের ছেলে নওশা মিয়া (৩০), এবং টেকপাড়া গোমাতলী গ্রামের জসিম উদ্দিনের ছেলে আবদুল কাইয়ুম (১৯) ।
এই বিষয়ে আনোয়ারা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সৈয়দ ওমর বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিন ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।