সিনিয়র প্রতিনিধি: আরব আমিরাতের আবুধাবিতে একটি অ্যাম্বুলেন্স বিমান দায়িত্ব পালন অবস্থায় বিধ্বস্ত হয়েছে। এই দুর্ঘটনায় বিমানে থাকা চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন চিকিৎসক, একজন নার্স ও বাকি দু’জন বিমানটির পাইলট। শনিবার (২ অক্টোবর) এই ঘটনা ঘটে।
আবুধাবি পুলিশ এই দুর্ঘটনায় হতাহতের খবর নিশ্চিত করেছে।
পুলিশ জানায়, এই দুর্ঘটনায় লেফটেনেন্ট পাইলট খামিস সায়িদ আল হলি ও লেফটেনেন্ট পাইলট নাসের মোহাম্মদ আল রশিদি, বেসামরিক চিকিৎসক ডা:শহীদ ফারুক গোলাম ও জোয়েল কিউই সাকারা মিন্টো নামের এক নার্স নিহত হয়েছেন।
আবুধাবি পুলিশ জেনারেল কমান্ড নিহতদের পরিবার, পরিচিতজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা ও সহানুভূতি প্রকাশ করেছেন।