আনোয়ারা প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ সম্পাদক, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বেগম ওয়াসিকা আয়শা খান এমপি’র পক্ষ থেকে আনোয়ারা উপজেলার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদান প্রদান করা হয়েছে।
রবিবার (৩ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ কার্যালয়ে এ নগদ অনুদানের চেক হস্তান্তর করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহম্মেদ।
নির্বাচিত মসজিদ ও মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদক এ হাতে এই চেক হস্তান্তর করা হয়।
এই সময় উপস্থিত ছিলেন- ৭নং সদর ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি স্বপন ধর, দক্ষিণ জেলা তাঁতী লীগের যুগ্ন সম্পাদক ইউপি সদস্য আজিজুল হক আজিজ, সাবেক ছাত্রনেতা নাজিম উদ্দীন ছোটনসহ মসজিদ মন্দিরের দায়িত্ব প্রাপ্ত ব্যক্তিরা।