নীলফামারী প্রতিনিধি: আজ ৪ অক্টোবর সকাল ১১ টায় সৈয়দপুর রংপুর মহাসড়কের চিকলী বাজার এলাকায় সড়ক দূর্ঘটনায় এক বৃদ্ধার মৃত্যু ঘটে।
নিহত বৃদ্ধের নাম মোঃ আমিন উদ্দিন (৬০) তিনি সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়ন বাসী।
জানা যায়, তিনি সৈয়দপুরের বিশিষ্ট ঠিকাদার ও জাপা নেতা আলহাজ্ব মোঃ জয়নাল আবেদীনের ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। সকালে বাড়ি থেকে শহরে কাজে যোগদানের উদ্দেশ্যে চিকলী বাজারে গাড়ির জন্য অপেক্ষা করছিল।
এসময় রংপুর থেকে আগত একটি পিকআপ ভ্যান পিছন দিক থেকে সজোরে ধাক্কা দেয় এবং তিনি রাস্তায় পড়ে গেলে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে হাইওয়ে পুলিশ লাশ উদ্ধার করে তারাগঞ্জ হাইওয়ে থানায় নিয়ে যায়।
আলহাজ্ব মোঃ জয়নাল আবেদীন জানান, আমিন উদ্দিন ম্যানেজার হিসেবে আমার প্রতিষ্ঠানের সাইড দেখাশোনা করতো। সকালে কাজে আসার সময় তিনি দূর্ঘটনার শিকার হয়ে মারা গেছেন। পরে পরিবারের লোকজন হাইওয়ে থানা থেকে লাশ বাড়িতে নিয়ে এসেছেন। দ্রুতই তার দাফন সম্পন্ন করা হবে। পুলিশ ঘাতক চালককে আটকের চেষ্টা করছে।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল হাসনাত খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তারাগঞ্জ হাইওয়ে পুলিশ এলাকা হওয়ায় বিষয়টি তারা তদন্ত করছে।