পাইকগাছা প্রতিনিধি, খুলনার পাইকগাছায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন এ সভার আয়োজন করে।
উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন পাইকগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু। বিশেষ অতিথি ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) মোঃ শাহারিয়ার হক, ওসি মোঃ এজাজ শফি, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আশালতা খাতুন, জেলা পূজা পরিষদ নেতা অবঃ অধ্যক্ষ রমেন্দ্র নাথ সরকার, পূজা উদযাপন পরিষদের উপজেলা সভাপতি সমীরণ সাধু, ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের উপজেলা সম্পাদক সাংবাদিক তৃপ্তি রঞ্জন সেন।
পূজা উদযাপন পরিষদের উপজেলা সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন প্রাণ কৃষ্ণ দাশ, কৃষ্ণপদ মন্ডল, যুগোল কিশোর দে, প্রভাষক ময়নুল ইসলাম, এমএম আজিজুল হাকিম, শংকর দেবনাথ, সাংবাদিক স্নেহেন্দু বিকাশ, বি সরকার, প্রমথ সানা ও পূর্ণ চন্দ্র মন্ডল, পিযুষ সাধু, মৃনাল কান্তি বাছাড়, পার্থ প্রতীম চক্রবর্তী ও রায়হান পারভেজ রনি। অনুষ্ঠানে উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও পূজা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য এ বছর উপজেলায় ১৪৯টি পূজা মন্দিরে দুর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে।