বিশেষ প্রতিনিধি :- বটিয়াঘাটা থানা হেড কোয়ার্টার পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের গুরুত্বর অসুস্থ্য অবঃপ্রাপ্ত ধর্মীয় শিক্ষক মাওলানা আবু সাঈদকে দেখতে যান তারই প্রাক্তন ছাত্র- ছাত্রীবৃন্দ । উক্ত বিদ্যালয়ের ২০১০ সালের এসএসসি ব্যাচের প্রাক্তন ছাত্র-ছাত্রীরা গতকাল সোমবার বিকাল ৩ টায় তার নিজ বাসভবনে তাকে দেখতে যান এবং শারীরিক খোঁজ খবর নেন । এসময় প্রাক্তন ছাত্র ছাত্রীদের পক্ষ থেকে তার চিকিৎসার জন্য নগত আর্থিক অনুদান প্রদান করেন । এ সময় উপস্থিত ছিলেন প্রাক্তন ছাত্র-ছাত্রী যথাক্রমে ডা. রাহুল বিশ্বাস, সজিব মন্ডল, হাসিন রায়হান, রাজীব গোলদার, ডা. তিথি মহালদার, রাইসুল ইসলাম রুপস, তানিয়া সুলতানা ইতি, সুজন মল্লিক, শানু বৈরাগী, মল্লিকা রায়, মানব রায়, গাজী তরিকুল ইসলাম, শম্পা বিশ্বাস, তিতাস বৈরাগী, শোভন চন্দ চন্দ্র, সুমন মন্ডল, তামান্না জামান, ডলি আক্তার, শেখ সালাউদ্দিন, প্রীতম রায়, তুফান মন্ডল, জুঁই বিশ্বাস, শিল্পী মন্ডল, বিরিঞ্চি মন্ডল, কাকলি রায় কলি, দিপায়ন মন্ডল, সামিয়া আক্তার প্রমুখ। এসময় প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে শিক্ষকের শারীরিক সুস্থতার জন্য সবাইয়ের কাছে দোয়া প্রার্থনা এবং সকলের সহযোগিতা কামনা করেন ।