বিশেষ প্রতিনিধি,খুলনা:
কয়রায় শৈত প্রবাহ বেড়েই চলেছে। তীব্র শীত আর মৃদু বাতাসে শীতার্থরা যখন দিশেহারা তখনই গভীর রাতে অসহায়,ছিন্নমূল মানুষের মাঝে কোম্বল নিয়ে হাজির হলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বি. এম তারিক – উজ – জামান।
সোমবার রাতে উপজেলার সদরের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে অসহায়, ছিন্নমূল মানুষের মাঝে কোম্বল পৌঁছে দিয়ে মানবতার দৃষ্টান্ত স্থাপন করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বি. এম. তারিক- উজ – জামান