বিশেষ প্রতিনিধি, খুলনা:
‘দক্ষ যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে কয়রায় জাতীয় যুব দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে র্যালি,
আলোচনা সভা,টেকাব প্রকল্পের সমাপনী অনুষ্ঠান, প্রশিক্ষণের উদ্বোধন, সনদপএ ও যুব ঋণের চেক বিতরণ করা হয়।
বুধবার সকাল ১০ : ৩০ উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদ্প্তরের আয়োজনে, উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত বি. এম. তারিক – উজ – জামান
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাড. কমলেশ কুমার সানা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জনাবা নাসিমা আলম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ আব্দুল্যাহ আল মামুন, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ শরিফুল ইসলাম,উপজেলা জনস্বাস্থ্য অফিসার মোঃ ইসতিয়াক আহম্মেদ, কয়রা ফায়ার সার্ভিসের টিম লিডার মোঃ আঃ সালাম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সহকারী যুব উন্নয়ন অফিসার মোঃ আসাদুল ইসলাম
অনুষ্ঠানে যুবদের মধ্যে যুব ঋণের চেক ও টেকাব প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ করা হয়।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন, মানব কল্যাণ ইউনিটের সভাপতি মোঃ আল আমিন ফরহাদ।