আনোয়ারা প্রতিনিধি: আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আনোয়ারা উপজেলায় পূজা উদযাপন কমিটির সাথে উপজেলা প্রশাসনের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৭ অক্টোবর ) বিকেল সাড়ে তিনটায় উপজেলা পরিষদ হল রুমে এই সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর হাসান চৌধুরী’র সভাপতিত্বে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার,উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা তাইফুর রহমান আরিফ, চট্টগ্রাম জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক ও ৭নং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অসীম কুমার দেব, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সুগ্রীব মজুমদার দোলন, সাধারণ সম্পাদক নিউটন চক্রবর্তী, উপজেলা পূজা উদযাপন কমিটির সাবেক সাধারণ সম্পাদক অনুপম চক্রবর্তী বাবুসহ উপজেলার ১১টি ইউনিয়নের পূজা মন্ডপ পরিচালনা কমিটির সভাপতি ও সম্পাদকরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা স্বাস্থ্য বিধি মেনে পূজা উদযাপন ও আইনশৃঙ্খলা রক্ষায় সতর্ক থাকার পরামর্শ দেন এবং উৎসব চলাকালীন সময়ে ষড়যন্ত্রকারীদের দ্বারা যাতে কোন ধরনের অপ্রীতিকর ঘটনার সূত্রপাত না হয় সেদিকে সকলকে সতর্ক দৃষ্টি রাখার বিষয়ে আলোচনা করা হয়।