বিনোদন ডেক্স: লন্ডনের এক প্রেমিকের মা মারা গেছেন কিছুদিন আগে। মাকে হারিয়ে ভীষণ মানসিক কষ্টে ছিল ওই তরুণ। আর তার এই মনোকষ্ট দূর করতে এগিয়ে এলেন তার প্রেমিকা।
লন্ডনের এক প্রেমিকের মা মারা গেছেন কিছুদিন আগে। মাকে হারিয়ে ভীষণ মানসিক কষ্টে ছিল ওই তরুণ। আর তার এই মনোকষ্ট দূর করতে এগিয়ে এলেন তার প্রেমিকা। বিয়ে করলেন প্রেমিকের বাবাকে। ফলে, তার মায়ের অভাব পূরণ হয়েছে বলে দাবি ওই তরুণীর।
সম্প্রতি ঘটে যাওয়া এই ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। যেখানে টিকটক ব্যবহারকারী ওই তরুণী জানিয়েছেন, কাজটি তার জন্য মোটেও সহজ ছিল না। কিন্তু শুধুমাত্র প্রেমিকের মুখে হাসি ফেরাতেই এ কাজ করেছেন তিনি।
এক ভিডিও বার্তায় তিনি বলেন,‘কয়েকদিন আগে আমার প্রেমিকের মা মারা যান। আমি চাইনি ও কষ্টে থাকুক। তাই আমি ওর বাবাকে বিয়ে করার সিদ্ধান্ত নেই। ফলে, আমার প্রেমিক আবার মা পেল। মায়ের অভাব বোধ হবে না ওর।’
এদিকে, সামাজিক যোগযোগমাধ্যমে এই ঘটনা ভাইরাল হওয়ার পর অনেকে তরুণীর প্রশংসা করলেও বেশিরভাগ ব্যবহারকারী বিস্ময় প্রকাশ করেছেন। অনেকে এই ঘটনাকে ‘নির্বুদ্ধিতার পরিচয়’ বলে মন্তব্য করেছেন।
সূত্র: আনন্দবাজার।