আনোয়ারা প্রতিনিধি: চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নে বন্য হাতির আক্রমণে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ব্যক্তিটির আনুমানিক বয়স ৫৫ বছর।
সোমবার (১১ অক্টোবর) রাতে উপজেলার মধ্যম গুয়াপঞ্চক গ্রামের ৫নং ওয়ার্ড মোহাম্মদ উল্যা পাড়ায় এই ঘটনা ঘটে।
সকালে মোহাম্মদ উল্যা পাড়া রাস্তার পাশের ক্ষেত থেকে অজ্ঞাত মরদেহটি উদ্ধার করেছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন বৈরাগ ইউনিয়নের ৫নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ সোলায়মান।
মো. সোলায়মান বলেন, বন্য হাতির আক্রমণে রাতে এক অজ্ঞাত ব্যক্তি নিহত হয়েছেন। ভোরে মোহাম্মদ উল্যা পাড়া রাস্তার পাশে ক্ষেতে মরদেহটি পড়ে থাকতে দেখা যায়। বিষয়টি থানাকে অবগত করেছি। পুলিশ লাশটি উদ্ধার করেছে।
এছাড়াও রাতে বন্যহাতির দল তান্ডব চালিয়ে মোঃ সেকেন্দার , আবদুর রশিদ এর বসত ঘর ভেঙে ফেলে এবং ওসমান গনির বেশ কিছু গাছ নষ্ট করে ফেলেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই ব্যক্তি গুয়াপঞ্চক গ্রামেই থাকতেন। তবে ভারসাম্যহীন হওয়ায় তাঁর নাম–পরিচয় স্থানীয় লোকজন জানেন না। রাতে গুয়াপঞ্চক গ্রামে হাতি আসে। এ সময় হাতি ওই এলাকার বিভিন্ন খেতের ফসল ও বাড়িঘরের ক্ষতি করে। তখন স্থানীয় লোকজন আতঙ্কিত হয়ে কেউ ঘর থেকে বের হননি। পরে আজ সকালবেলা সড়কের পাশে ওই ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখা যায়।
আনােয়ারা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ছৈয়দ ওমর বলেন, গুয়াপঞ্চক এলাকায় ক্ষেতে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তবে লাশটির নামপরিচয় এখনো পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে হাতির আক্রমণে তার মৃত্যু হয়েছে।