শিহাবুজ্জামান,বিশেষ প্রতিনিধি(সাতক্ষীরা): কিংবদন্তি অভিনেত্রী শবনম পাকিস্তানে আটকা পড়েছেন। ২৬ জুলাই তার দেশে ফেরার কথা থাকলেও করোনার কারণে ফিরতে পারেননি।
পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের বিমান যোগাযোগ বন্ধ হয়ে গেছে। লাহোর থেকে একথা গণমাধ্যমকে জানিয়েছেন শবনম।
মাস খানেক আগে পাকিস্তান সফরে যান শবনম। প্রথমে ফয়সালাবাদে এক ভক্তের বাড়িতে ওঠেন। শবনম জানান, সেই ভক্তের নাম সাজিয়া। ৩০ বছরের বেশি এই ভক্তের সঙ্গে শবনমের যোগাযোগ।
কখনো দেখা হয়নি। এবারই প্রথম দেখা ও তাদের বাড়িতে যান শবনম। ফয়সালাবাদে মাস দুয়েক থাকার পর লাহোরে আরেক ভক্ত-বন্ধুর বাড়িতে যান। এতদিন ধরে সেখানেই রয়েছেন।
সত্তর দশকের শুরুতে শবনম পাকিস্তানের অন্যতম জনপ্রিয় নায়িকা হিসেবে নিজের স্থান শক্ত করে তোলেন শবনম। ১৯৮৮ সালের দিকে তিনি বাংলাদেশ ও পাকিস্তানের চলচ্চিত্রে সমানতালে অভিনয় করেছেন। নব্বইয়ের দশকের শেষ দিকে তিনি স্থায়ীভাবে বাংলাদেশে বসবাস শুরু করেন। অভিনয়জীবনে ১৮০টি চলচ্চিত্রে কাজ করেছেন শবনম।
দীর্ঘ সময় পাকিস্তানি চলচ্চিত্রে অভিনয়ের কারণে লাহোরে তার অসংখ্য বন্ধু, ভক্ত ও সহকর্মী রয়েছে।