বিশেষ প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার ৮নং বাগআঁচড়া ইউনিয়নে আওয়ামীলীগের উদ্দ্যেগে বাগআঁচড়া হাইস্কুল মাঠে সোমবার বিকাল ৩টার সময় স্থানীয় আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও জনপ্রিয় ইউপি চেয়ারম্যান ইলিয়াস কবির বকুলের সঞ্চালনায় বিশাল সাংগঠনিক জনসভা অনুষ্ঠিত হয়েছে৷
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর – ১শার্শা আসনের বারবার নির্বাচিত এমপি শেখ আফিল উদ্দিন বিশাল এই জনসভায় উপস্থিত হাজারো নেতাকর্মী ও নারী পুরুষ সমর্থকদের সামনে প্রধান অতিথি শেখ আফিল উদ্দিন এমপি বক্তব্য প্রদান করে বলেন, শেখ হাসিনার সরকার বাংলাদেশের ইতিহাসে শ্রেষ্ঠ সরকার।
এই সরকারের আমলে দেশের যত উন্নয়ন হয়েছে তা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে৷ আসন্ন শার্শা উপজেলায় ইউপি নির্বাচনকে সামনে রেখে বিদ্রোহী প্রার্থী নিয়ে বিপাকে পড়েছে দল।
নৌকার বাইরে গিয়ে দলের অন্যান্য বিদ্রোহী প্রার্থীরা এখন একে অপরের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে প্রচারণা চালাচ্ছেন। বিপরীতে দলীয় প্রার্থী মনোনয়ন না করালেও গোপনে বিশেষ কাউকে সমর্থন করার চেষ্টায় আছেন বিএনপি ও জামায়াতের নেতা- কর্মীরা। এ কারণে বিদ্রোহীদের প্রচারণা বন্ধ করে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে
অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইঞ্জিনিয়ার কালাম আজাদ৷
এসময় বিশেষ অতিথি আরও হিসাবে উপস্থিত ছিলেন বিশাল জনসভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, শার্শা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ ইব্রাহিম খলিল, মহিলা ভাইস চেয়ারম্যান-আলেয়া ফেরদৌস, উলাশী ইউপি চেয়ারম্যান আইনাল হক, কায়বা ইউপি চেয়ারম্যান ফিরোজ হাসান টিংকু, বেনাপোল ইউপি চেয়ারম্যান বজলুর রহমান, উপজেলা আওয়ামীলীগের কোষাদক্ষ অহিদুজ্জামান অহিদ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক আসাদ আইন, ও আসাদুজ্জামান আসাদ, বেনাপোল পৌর আওয়ামীলীগের সভাপতি এনামুল হক মুকুল ও সাধারন সম্পাদক নাসির উদ্দিন, উপজেলা যুবলীগের সভাপতি অহিদুজ্জামান অহিদ, শার্শা উপজেলার সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, শার্শা ছাত্রলীগ সভাপতি-আব্দুর রহিম সরদার প্রমুখ৷