আনোয়ারা প্রতিনিধি: চট্টগ্রামের আনোয়ারায় শারদীয় দূর্গা পূজা উপলক্ষে হিন্দু ধর্মালম্বীদের মাঝে বস্ত্র (শাড়ী ও লুঙ্গি) বিতরণ করেছে আওয়ামী লীগ নেতা বোরহান উদ্দিন চৌধুরী মুরাদ।
সোমবার ( ১১ অক্টোবর ) রাতে উপজেলার বারখাইন ইউনিয়নের শোলকাটায় ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংকের ইসি চেয়ারম্যান আনিসুজ্জামান চৌধুরী রনি ও ব্যাংকের পরিচালক আসিফুজ্জামান চৌধুরী জিমির পক্ষ থেকে এসব বস্ত্র বিতরণ করেন তিনি।
দক্ষিণ শোলকাটা সার্বজনীন দূর্গা মন্দিরের সভাপতি সুভাষ দত্তের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বস্ত্র বিতরণ করেন সাবেক সাংসদ মরহুম আখতারুজ্জামান চৌধুরী বাবুর একান্ত সচিব ও ইউসিবিএল ইসি চেয়ারম্যান আনিসুজ্জামান চৌধুরী রনি’র সচিব দক্ষিণ জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন চৌধুরী মুরাদ।
সংগঠনের উপদেষ্টা অনুপম সিকদারের সঞ্চালনায় আরো অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুগ্রীব মজুমদার দোলন, সাধারণ সম্পাদক নিউটন সরকার সহ প্রমুখ উপস্থিত ছিলেন।