আনোয়ারা প্রতিনিধি: আনোয়ারায় রামকৃষ্ণ সারদা সেবা আশ্রমের ২৫ বছর রজতজয়ন্তী উদযাপন উপলক্ষে প্রকাশিত বই ‘অর্ঘ্য’র মোড়ক উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ অক্টোবর) দুপুরে আনোয়ারা সদরের রামকৃষ্ণ মিশনে এই স্মরণিকা প্রকাশ ও আলোচনা সভার আয়োজন করা হয়।
শ্রী রামকৃষ্ণ সারদা সেবাশ্রমের সহ সভাপতি তাপস হোড়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার এস এম রশিদুল হক পি পি এম (সেবা)।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার, এস এন্ড ডি ফাউন্ডেশনের চেয়ারম্যান দিলীপ কুমার মজুমদার, চট্টগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি নারায়ন চৌধুরী। প্রধান আলোচক হিসেবে ছিলেন চট্টগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল কুমার পালিত।
এতে আরো বক্তব্য রাখেন, চট্টগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও আনোয়ারা সদর চেয়ারম্যান অসীম কুমার দেব, আনোয়ারা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুগ্রীব মজুমদার দোলন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক উমা শংকর রায়।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নিউটন সরকার, চট্টগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক কল্লোল সেন, রামকৃষ্ণ সারদা সেবাশ্রমের সাধারণ সম্পাদক আনন্দ মোহন চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পুলিশ সুপারসহ অতিথিরা মিশনের ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে প্রকাশিত বই ‘অর্ঘ্য’র মোড়ক উন্মোচন করেন।
অনুষ্ঠান শেষে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার রামকৃষ্ণ মিশনের বিভিন্ন কার্যক্রম ও পূজামন্ডপ ঘুরে দেখেন।