শিহাবুজ্জামান,বিশেষ প্রতিনিধি: গাইবান্ধার সাদুল্লাপুরে সুপারি গাছ কাটা নিয়ে দ্বন্দ্বের জেরে বড় ভাই দুদু মিয়াকে (৫২) হত্যার অভিযোগ ওঠেছে। এ ঘটনায় অভিযুক্ত ছোট ভাই ফজল মিয়া ও ভোলা মিয়াকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ জুলাই) বিকেলে সাদুল্লাপুর উপজেলার ৩নং দামোদরপুর ইউনিয়নের জামুডাঙ্গা (লালবাজার) গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বিকেলে নিজ বাড়িতে সুপারি গাছ কাটা নিয়ে বড় ভাই দুদুর সঙ্গে দ্বন্দ্ব বাধে তার ভাই ফজলের। এক পর্যায়ে ফজল একটি কুড়াল নিয়ে দুদুর মেয়ে বিথি খাতুনকে আঘাতের চেষ্টা করেন। এ সময় দুদু তাদের বাধা দিতে গেলে তার উপরেও উত্তেজিত হয়ে উঠেন ফজল ও তার স্ত্রী মনোয়ারা বেগম। উভয়ের মধ্যে হাতাহাতির এক পর্যায়ে মারা যান দুদু মিয়া।
নিহত দুদু মিয়ার স্ত্রী রাহেলা বেগম ও মেয়ে বিথি খাতুনের অভিযোগ, দীর্ঘদিন ধরেই দুদুর সঙ্গে জমিজমাসহ পারিবারিক বিষয় নিয়ে তার ভাই ফজলের দ্বন্দ্ব চলে আসছিলো। বৃহস্পতিবার বিকেলে সুপারির গাছ কাটা নিয়ে হাতাহাতির এক পর্যায়ে মৃত্যু হয় দুদু মিয়ার। এ ঘটনায় হত্যার অভিযোগে থানায় মামলা করবেন বলেও জানান দুদুর স্ত্রী রাহেলা বেগম।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ রানা জানান, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নিহতের ছোটভাই ফজল ও ভোলাকে আটক করা হয়েছে। দুদু মিয়ার মৃত্যুর ঘটনাটি তদন্ত করাসহ আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় হত্যা মামলার প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের জন্য লাশ শুক্রবার (১৬ জুলাই) সকালে সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।