আনোয়ারা প্রতিনিধি: চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় দূর্গা পূজা উপলক্ষে চুন্নাপাড়া জয় বাবা লোকনাথ সংঘের উদ্যোগে সম্প্রীতি আলোচনা সভা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ অক্টোবর) উপজেলার ৩নং রায়পুর ইউনিয়নের চুন্নাপাড়া এলাকায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় রবীন্দ্র শীলের সঞ্চালনায় বিশিষ্ট সাংবাদিক শিপংকর শীলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানে আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জহুরলাল শীল, আবুল কালাম, চ্যানেল এস এর আনোয়ারা প্রতিনিধি রুপন দত্ত, দৈনিক সময়ের আলো’র প্রতিনিধি এনামুল এক নাবিদ, দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি জাহিদ হাসান হৃদয়, সুপন সিকদার প্রমুখ উপস্থিত ছিলেন।