নিজস্ব প্রতিবেদন: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৫৮তম শুভ জন্মদিবস উপলক্ষ্যে আজ ১৮ অক্টোবর ২০২১ তারিখ সকাল ৮ টায় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জননেতা নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক জননেতা একেএম আফজালুর রহমান বাবু’র নেতৃত্বে বনানী কবরস্থানে তাঁর সমাধিতে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্দ্যোগে শ্রদ্ধা নিবেদন ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
এসময় সংগঠনের সভাপতি জননেতা নির্মল রঞ্জন গুহ বলেন শেখ রাসেল বাঙালির মুক্তির সংগ্রাম ও স্বাধীনতার প্রতিকী শিশু। শেখ রাসেল বেঁচে থাকলে আমরা একজন দূরদর্শী আদর্শবান নেতা পেতাম। যাকে নিয়ে দেশ ও জাতি গর্ববোধ করতে পারতো। শেখ রাসেল বাঙালির অনন্ত বেদনার কাব্য। শেখ রাসেল হোক প্রতিটি শিশুর অনুপ্রেরণা।
সংগঠনের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু বলেন বাঙালির শৈশবের প্রতীক জাতির পিতার কনিষ্ঠ পুত্র শেখ রাসেল। ১৯৬৪ সালের ১৮ অক্টোবর ধানমন্ডি ৩২ নম্বর সড়কের ৬৭৭ নম্বর বাড়ীতে বড়বোন শেখ হাসিনা (প্রিয় হাসু) আপার শয়ন কক্ষে মহিয়ষী নারী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের কোলে জুড়ে পৃথিবীতে আসেন শেখ রাসেল। আজ তার ৫৮ তম জন্মদিনে গভীর ভালোবাসা ও বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছি এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকের নির্মম বুলেট কেড়ে নেয় জাতির পিতার অত্যান্ত আদরের সন্তান বাঙালির প্রিয় রাসেলকে। তিনি তো কোন রাজনীতির সাথে জড়িত ছিলেন না! নিস্পাপ, নির্দোষ শেখ রাসেলকে হত্যার মধ্য দিয়ে খুনিরা পৃথিবীতে শিশু হত্যায় অমানবিক নিষ্ঠুর বর্বর দৃষ্টান্ত স্থাপন করেছে! পৃথিবীর আর একটি শিশু ও যেন এরকম নৃসংস বর্বর হত্যাযজ্ঞের শিকার না হয় এমনটাই প্রত্যাশা করি। অনন্তকাল বাঙালির প্রতিটি শিশুর অন্তরে মিশে থাকবে শেখ রাসেল।
এসময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, সহ সভাপতি আব্দুল আলীম বেপারি, জমির উদ্দিন শিকদার, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল সায়েম, কৃষিবিদ আ ফ ম মাহবুবুল হাসান মাহবুব, আরিফুর রহমান টিটু, শাহ্ জালাল মুকুল, গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক কেএম মনোয়ারুল ইসলাম বিপুল, অর্থ বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম আবুল, ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম সফিক, শ্রম বিষয়ক সম্পাদক ইফতেখার উদ্দিন পলাশ, ধর্ম বিষয়ক সম্পাদক ছাইফুর রহমান ছিন্টু, কার্যনির্বাহী সদস্য গোলাম রাব্বানী সহ স্বেচ্ছাসেবক লীগের বিপুল সংখ্যক নেতাকর্মী।