বিশেষ প্রতিনিধি: যশোরের শার্শা সীমান্ত থেকে ১টি নাইম এমএম পিস্তল, ২ রাউন্ড গুলি, ২ টি ম্যাগজিন ও ২০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড (বাংলাদেশ) বিজিবি সদস্যরা।
সোমবার (১৮ অক্টোবর) ভোরে উপজেলার গোগা সীমান্ত থেকে এ চালানটি উদ্ধার করা হয়।
খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের গোগা ক্যাম্পের সুবেদার সালে আহম্মেদ জানান, অস্ত্র পাচারের গোপন খবরে, গোগা বিওপির টহল কমান্ডার হাবিলদার দবির উদ্দিনের নেতৃত্বে উপজেলার কালিয়ানী মাঠের মধ্যে থেকে ১টি পিস্তল, ২ রাউন্ড গুলি, ২ টি ম্যাগজিন ও ২০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে, কর্ণেল মনজুর-ই-এলাহি বলেন, উদ্ধারকৃত অস্ত্র-গুলি, ম্যাগজিন ও ফেন্সিডিল গোগা ক্যাম্পে জমা রয়েছে। পরবর্তীতে এগুলো শার্শা থানায় জমা দেয়া হবে।